thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত: আইনমন্ত্রী

২০১৭ অক্টোবর ০৩ ১৫:১৮:২২
প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত: আইনমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত। রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে প্রধান বিচারপতি এমনটাই উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৪ অক্টোবার) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতির চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে আসার পর আমরা বিষয়টি জানতে পেরেছি। পরে চিঠিটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে যায়।’

রাষ্ট্রপতির কাছে লেখা চিঠি বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি তার পত্রে লিখেছেন তিনি ক্যান্সার ও নানাবিধ রোগে আক্রান্ত। সেগুলো সম্পূর্ণ সারেনি।

উনি বলেছেন, উনার বিশ্রামের প্রয়োজন। সেজন্য উনি এক মাসের ছুটি নিয়েছেন। এখন নিয়মটা কী, বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর মাননীয় প্রধান বিচারপতি নিজের ছুটি নিজে নেন। এটা কারও কাছ থেকে অ্যাপ্রুভ করার প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু তিনি ছুটিতে যাবেন, ছুটিতে থাকাকালীন আরেকজন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। সে কারণে তিনি মহামান্য রাষ্ট্রপতিকে তার ছুটির ব্যাপারে অবগত করেন।’

বিএনপিপন্থী আইনজীবীদের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ‘উনারা বলে দিলেন, এটা নজিরবিহীন। মানুষ অসুস্থও হতে পারবে না? এর আগে যেহেতু কেউ হয়নি এখনও হতে পারবে না? এ রকম কথা যদি উনারা বলে থাকেন, উনাদের অবাস্তব কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে বসিনি।’

উল্লেখ্য, সোমবার রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটির জন্য আবদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার বিকাল ৩টার দিকে এ সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে তিনি পাঠান। প্রধান বিচারপতি ছুটিতে থাকায় সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর