thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

হত্যা মামলায় নিরাপত্তাকর্মীর ফাঁসি, ভাড়াটের যাবজ্জীবন

২০১৭ অক্টোবর ০৩ ১৫:৪৫:৪১
হত্যা মামলায় নিরাপত্তাকর্মীর ফাঁসি, ভাড়াটের যাবজ্জীবন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার উত্তরায় সেনা কর্মকর্তার মাকে হত্যার দায়ে বাড়ির নিরাপত্তাকর্মীর ফাঁসির রায় দিয়েছে আদালত। একই সঙ্গে এক ভাড়াটিয়াকেও যাবজ্জীবন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

রায়ে নিরাপত্তাকর্মী গোলাম নবী ওরফে রবিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়। সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মামলার অপর আসামি ওই বাড়ির ভাড়াটিয়া লাইলী আক্তার লাবণ্যকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

দুই আসামিরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন।

গত বছর ৪ জুন সন্ধ্যায় উত্তরার ওই বাড়িতে লেফটেন্যান্ট কর্নেল খালিদ বিন ইউসুফের মা মনোয়ারা সুলতানাকে (৬৪) হত্যা করা হয়। পরে খালিদ উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর