thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভারতে যাওয়ার পথে সাতক্ষীরায় ৭ রোহিঙ্গা আটক

২০১৭ অক্টোবর ০৩ ১৭:৫২:২২
ভারতে যাওয়ার পথে সাতক্ষীরায় ৭ রোহিঙ্গা আটক

সাতক্ষীরা প্রতিনিধি : অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন-মো. পারভেজ মিয়া (২০), সাইফুল ইসলাম (২৭), মোছা. শুকতারা বিবি (১৯), সেলিম আহমেদ (২৮), আসমা খাতুন (২৩), জাকির হোসেন (২) ও মরিয়ম (৮ মাস)। আটককৃতদের সবারই বাড়ি মায়নমারের মংডু জেলার বড়সিকদারপাড়া ও ধৌনসিলপাড়া গ্রামে।

কলারোয়া হিজলদী বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুখ জানিয়েছেন, হিজলদী বাজারে সাত রোহিঙ্গা ঘুরাঘুরি করার সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তার মিয়ানমারের নাগরিক বলে জানান। তারা কাজের সন্ধানে অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।

তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গাদের কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর