thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

‘যুদ্ধাপরাধীদের বিচারে ধীরগতি’

২০১৩ নভেম্বর ০৭ ১৯:৩৫:৫৬
‘যুদ্ধাপরাধীদের বিচারে ধীরগতি’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘দেশের ৯৫ শতাংশ মানুষই যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু এ বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে’ বলে অভিযোগ করেছেন সেক্টর কমান্ডার্ ফোরামের সভাপতি কেএম শফিউল্লাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

শফিউল্লাহ বলেন, ‘আগামীতে নির্বাচনে জয়ী হতে হলে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে হবে। রায় কার্যকর না হলে মানুষের কাছে ভোটের জন্য যাওয়া যাবে না।’

তিনি আরো বলেন, ‘আসছে নির্বাচনে যদি পরাজিত হই তাহলে যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে না, ফাঁসি হবে আমাদের মুক্তিযোদ্ধাদের।’

এবিএম তাজুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দেখতে পাবো। অন্য কেউ আসলে আমাদের সে স্বপ্ন বাস্তবায়িত হবে না। জাতীয় নির্বাচনের আগে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নেতৃবৃন্দের মধ্যে বিভাজন আনতে পারে। তাই এ মুহূর্তে নির্বাচন না হওয়াই ভালো।’

তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যে ঐক্য থাকলে কোন শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আগামী নির্বাচন শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এ নির্বাচনের মাধ্যমে ঠিক হবে আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশে থাকবে, নাকি স্বাধীনতা বিরোধী শক্তি ৭১ এর মতো তাণ্ডব চালাবে।’

তিনি আরো বলেন, ‘বিরোধীদলের আন্দোলন নির্বাচনকে কেন্দ্র করে নয়। নির্বাচনে যাওয়া তাদের মুখ্য নয়। জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী বাতিলের পর থেকেই তারা আন্দোলনের ডাক দেয়। ইতোমধ্যে তারা সারা দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতা চালাচ্ছে। বিরোধীদল ঘোষণা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেবে না। এতেই তাদের চেহারা পরিষ্কার হয়েছে। তারা জাতির এগিয়ে যাওয়ার পথ বাধাগ্রস্ত করতে চাইছে।’

নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘আমরা ক্রমশই একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিণত হচ্ছি। আগামী নির্বাচন শুধুমাত্র গণতন্ত্র রাক্ষার জন্যই নয় বরং নির্বাচন করতে হবে মক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ থাকবে কিনা। বাংলাদেশ কী রাষ্ট্র হিসেবে থাকবে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে এটা প্রমাণিত হবে। অসাম্প্রদায়িক দেশ গঠনের জন্য আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।’

হাসান আরিফ বলেন, ‘বতর্মানে দেশে বড় ধরনের রাজনৈতিক শূন্যতা রয়েছে। আমাদের মধ্যে এখনও ঐক্য আছে। এ ঐক্য সুদৃঢ় করতে হবে। জাতির জীবনে মুক্তিযুদ্ধ একবার হয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচারও একবারই হবে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সেক্টর কমান্ডার্ ফোরামের সভাপতি কেএম শফিউল্লাহ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, সংসদ সদস্য খলিদ মাহমুদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মমতাজ বেগম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, গণতান্ত্রিক পার্টির সদস্য মাহমুদুর রহমান বাবু, সম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের আহবায়ক অজয় রায় প্রমুখ।

(দিরিপোর্ট২৪/আমান/বাহরাম/এমএইচও/এমএআর/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর