thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযান, গুলিবিদ্ধ ২ 

২০১৭ অক্টোবর ০৪ ১০:৫৩:৫২
রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযান, গুলিবিদ্ধ ২ 

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কদমতলীর নামা শ্যামপুর ২০ ফুট রাস্তার মাথায় পুলিশের গুলিতে ২ মাদক ব্যবসায়ী আহত হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- নোমান (২৭) ও শাহজালাল (২০)। দুজনের পায়ে গুলিবিদ্ধ হয়।

রাত ৩টার দিকে ২ মাদক ব্যাবসায়ীকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

কদমতলী থানার (ওসি তদন্ত) মো. সাজু মিয়া জানান, পুলিশ নামা শ্যামপুর ২০ ফুট রাস্তার মাথায় মাদক উদ্ধারের অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপড় হামলা চালায়। এতে পুলিশ পাল্টা প্রতিরোধ করলে ২মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ হয়।

তিনি জানান, ২ গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীর কাজ থেকে সাড়ে ৪ হাজার পিস হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ২টি চাকু, ২টি চাপাতী ও ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর