thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

মুন্সীগঞ্জে ১১০ কেজি ইলিশ জব্দ

২০১৭ অক্টোবর ০৪ ২৩:৫১:০৬
মুন্সীগঞ্জে ১১০ কেজি ইলিশ জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : জেলার টংগীবাড়ি উপজেলার বালিগাও এলাকা থেকে অভিযান চালিয়ে ১১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা র্নিবাহী ম্যাজিস্ট্রেট মো. কাবেরুল ইসলামের নেতৃত্বে এবং মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, টংগিবাড়ী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা জানান, বালিগাঁও বাজার এলাকা থেকে শরিয়তপুরের জাজিরা উপজেলার মল্লিকান্দি গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আবুল হোসেনকে ১১০ কেজি মা ইলিশসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। আটককৃত মাছ স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর