thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

২০৩০ সালের মধ্যে কলেরা নির্মূলের উদ্যোগ

২০১৭ অক্টোবর ০৫ ০৯:১৮:০৯
২০৩০ সালের মধ্যে কলেরা নির্মূলের উদ্যোগ

দ্য রিপোর্ট ডেস্ক : ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ কলেরা নির্মূলে একটি বৈশ্বিক উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

গ্লোবাল টাস্ক ফোর্স অন কলেরা কন্ট্রোল (জিটিএফসিসি), জাতিসংঘসহ ৫০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার নেটওয়ার্ক, একাডেমিক ইনস্টিটিউশন ও বেসরকারি সংস্থার সমর্থনে এই রোগে আক্রান্ত দেশগুলোয় কাজ করার জন্য এ উদ্যোগ শুরু হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর- বাসসের।

বিশ্বে কলেরায় প্রতিবছর ৯৫ হাজারের মতো মানুষ মারা যায়। ২৯ লাখেরও বেশি আক্রান্ত হয়। সাধারণত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীই এ রোগে আক্রান্ত হয় বেশি।

বিবৃতিতে বলা হয়, এ ব্যাপারে বিশ্বায়ন রোডম্যাপে কার্যকর ফল লাভের জন্য বিভিন্ন দেশ, দাতাগোষ্ঠী ও কারিগরি অংশীদারদের যুক্ত করা হয়েছে। এবারই প্রথমবারের মতো বিভিন্ন দেশের সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সাহায্য সংস্থা ও দাতা গোষ্ঠী এমন উদ্যোগে যোগ দিয়েছে।

জিটিএফসিসি’র নতুন পরিকল্পনা ‘এন্ডিং কলেরা: এ গ্লোবাল রোডম্যাপ টু ২০৩০’ বছরের পর বছর ধরে যেসব স্থানে কলেরা ছড়িয়ে পড়ে, সেখানে কলেরা নির্মূলে বাংলাদেশের মানবিক আচরণের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর