thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

নাইজারে যুক্তরাষ্ট্র ও নাইজারের ৮ সেনা নিহত

২০১৭ অক্টোবর ০৫ ০৯:৫৭:৪২
নাইজারে যুক্তরাষ্ট্র ও নাইজারের ৮ সেনা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যৌথভাবে টহল দেওয়ার সময় চোরাগুপ্তা হামলায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের তিন এবং নাইজারের পাঁচ সৈন্য নিহত হয়েছেন।

বুধবারের এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আরো তিন সেনা আহত হয়েছেন। মালি-নাইজার সীমান্তে এ হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

তবে এ পর্যন্ত কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র-আফ্রিকা যৌথ কমান্ডের পক্ষ থেকে হামলার কথা নিশ্চিত করে বলা হয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তারা কাজ করছে।

প্রসঙ্গত, আল কায়েদার উত্তর আফ্রিকা শাখাসহ ওই অঞ্চলের বিদ্রোহীদের দমনে সহায়তার অংশ হিসেবে নাইজার সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন বাহিনী।

এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, হামলায় মার্কিন সামরিক বাহিনীর বিশেষ শাখার তিন সদস্য নিহত হয়েছে। নাইজারের রাজধানী নিয়ামি থেকে ১২০ মাইল দূরে ওই হামলার ঘটনা ঘটে।

উল্লেখ্য, আল কায়েদার শাখা ইসলামিক মাগরেব ওই অঞ্চলে বেশ সক্রিয় এবং প্রায়ই সীমান্তে এ ধরনের হামলা চালিয়ে থাকে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর