thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

প্রধান বিচারপতি নিজ বাসাতেই আছেন : ওয়াহহাব মিঞা

২০১৭ অক্টোবর ০৫ ১০:০৭:৩৯
প্রধান বিচারপতি নিজ বাসাতেই আছেন : ওয়াহহাব মিঞা

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার নিজ বাসাতেই আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে আপিল বিভাগের এক নম্বর আদালতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে বর্তমান প্রধান বিচারপতির অবস্থা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ তথ্য জানান।

এর আগে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অবস্থা এবং তার সম্পর্কে খোঁজখবর জানতে সিনিয়র আইনজীবীদের নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার কাছে সাহায্য চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার সকাল ৯টায় আপিল বিভাগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে এ আবেদন করা হবে বলে জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বুধবার ওই বৈঠক শেষে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছিলেন, ‘বারের পক্ষ থেকে বিভিন্ন রকম বক্তব্য আমরা দিয়েছি।সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের দায়িত্ব হচ্ছে বিচার বিভাগকে সব সময় সমর্থন করা। বিচার বিভাগের সম্মান-মর্যাদা সব কিছু রক্ষা করার জন্য দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিচারপতি খাদেমুল ইসলাম, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এ জে মোহাম্মদ আলী প্রমুখ এ আবেদন জানান।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর