thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শাহজালালে কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

২০১৭ অক্টোবর ০৫ ১৩:৩৭:৫৩
শাহজালালে কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বহির্গমন যাত্রীর ব্যাগ থেকে সোয়া কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। এ সময় যাত্রী মো. মামুন মিয়াকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শুল্ক গোয়েন্দারা এ অভিযান পরিচালনা করে।

বৈদেশিক মুদ্রার মধ্যে আছে সৌদি রিয়াল, ইউএই দিরহাম, মালয়েশিয়ান রিংগিত, থাই বাথ, ইন্ডিয়ান রুপি ও শ্রীলঙ্কান রুপি। বাংলাদেশি মুদ্রায় এই বিদেশ মুদ্রার মূল্যমান এক কোটি ২৮ লাখ ৪২ হাজার ২৫৪ টাকা।

শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, মামুন মিয়ার বয়স ৪১ বছর। তার পাসপোর্ট নম্বর বিপি ০০২৭৬৫৭। মামুনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চরবকতাবলীর গোকুলনগর গ্রামে। তিনি ঢাকা-মালয়েশিয়া রুটের ফ্লাইট এমএইচ ১৯৭ ’র যাত্রী ছিলেন। ইমিগ্রেশন পার হয়ে প্লেনে ওঠার মুহূর্তে আটক হন। পরে তার ব্যাগ তল্লাশি করে এই মুদ্রা উদ্ধার করা হয়। তার পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি ২০১৭ সালে এ পর্যন্ত ২৪ বার বিদেশ গিয়েছেন।

বিদেশি মুদ্রাগুলো তার ব্যাগের বিভিন্ন জায়গায় এবং ছবি বিহীন ফটো অ্যালবামে লুকানো ছিল। ব্যাগের নিচে বিশেষভাবে প্যাকেটে মোড়ানো অবস্থায় এই মুদ্রা পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, মামুন মুদ্রা চোরাচালান করার চেষ্টা করছিলেন। ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে। কারণে তাকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর