thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

প্রধান বিচারপতির বাসায় আইনমন্ত্রী

২০১৭ অক্টোবর ০৫ ১৭:২৩:২১
প্রধান বিচারপতির বাসায় আইনমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : ছুটিতে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গেও সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আইনমন্ত্রী হেয়ার রোডে বিচারপতি সিনহার বাসায় যান।

এর আগে আনিসুল হক সুপ্রিম কোর্টে গিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে দেখা করে তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

এস কে সিনজার বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন আইনমন্ত্রী। সেখান থেকে বিকাল ৪টার ৪০ মিনিটে তিনি বেরিয়ে আসেন। এ সময় প্রধান বিচারপতিকে লনে বেরিয়ে এসে আনিসুল হককে বিদায় জানাতে দেখা যায়।

প্রধান বিচারপতির বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি আনিসুল হক। তবে সুপ্রিম কোর্টে গিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেছেন, ‘তিনি (ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি) দায়িত্বভার গ্রহণ করেছেন। তার সাথে আমার মতবিনিময় করা… দিস ইজ পার্ট অব রিচ্যুয়াল। সেই কারণে আমি উনার সঙ্গে দেখা করেছি। উনি যে দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব পালনে আমার সম্পূর্ণ সহযোগিতার কথা বলেছি।’

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর