thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাহুবলে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

২০১৭ অক্টোবর ০৫ ১৯:২৪:২৭
বাহুবলে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়া (৫০)-কে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত সাবেক সেনা সদস্য ওই উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্যক্তিগত মামলায় হবিগঞ্জ কোর্টে হাজিরা দিতে সিএনজি অটোরিক্সাযোগে রওয়ানা হন সাজিদুর রহমান টেনু মিয়া। সকাল ৮টায় আদিত্যপুর নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে তার সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। পরে সিএনজিকে থেকে সাবেক সেনা সদস্যকে নামিয়ে কয়েকজন এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভায়রা তোফায়েল আহমদ রাসেল বলেন, তার চাচাতো ভাইদের সাথে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বৃহস্পতিবার এ মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে তিনি হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

বাহুবল থানার ওসি তদন্ত বিশ্বজিত দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাদের জায়গা-জমি নিয়ে পূর্বের বিরোধ ছিল।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর