thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

পূজা দিতে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান বিচারপতি

২০১৭ অক্টোবর ০৫ ২০:১৮:০৮
পূজা দিতে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান বিচারপতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ পূজায় অংশ নিতে ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়েছেন এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহা।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সস্ত্রীক তিনি মন্দিরে যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে।

বিপ্লব কুমার জানিয়েছেন, প্রধান বিচারপতি সেখানে ২০ মিনিটের মতো অবস্থান করেন।

তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতির আসার বিষয়টি পূর্বনির্ধারিত ছিল না। তিনি এসেছিলেন লক্ষ্মীপূজা উপলক্ষে। এ সময় মন্দিরে পূজা উদ্যাপন কমিটির তেমন কোনো নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন না। যারা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে প্রধান বিচারপতির তেমন কোনো কথাও হয়নি।’

গত অগাস্টে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনার মুখে রয়েছেন বিচারপতি সিনহা। ওই রায়ে সংসদ, গণতন্ত্র ও বঙ্গবন্ধুকে খাটো করা হয়েছে দাবি করে বিচারপতি সিনহাকে অপসারণের দাবিতে সর্বোচ্চ আদালতের অবকাশ শেষে আন্দোলনের ঘোষণা ছিল আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের।

এমন পরিস্থিতির মধ্যেই অসুস্থতার কারণে ২ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে গিয়েছেন প্রধান বিচারপতি।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জোরপূর্বক প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেছেন, প্রধান বিচারপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

তবে এ দাবি নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। প্রধান বিচারপতির ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানোর চিঠিও তিনি গণমাধ্যম কর্মীদের দেখিয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রী ও বিএনপিপন্থী আইনজীবী নেতারা সাক্ষাৎ করেছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর