thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

কুষ্টিয়ায় আ. লীগের ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১

২০১৭ অক্টোবর ০৬ ১১:২৩:০৯
কুষ্টিয়ায় আ. লীগের ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়্মী লীগের দুই পক্ষের সংর্ঘষে নিহত শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছে ১৫ জন।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ছাতিয়ান ইউনিয়নের ধলশা গ্রামে এ সংর্ঘষে ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং চারজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে ভালশা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য তাহের মিয়া এবং গ্রাম্য মাতবর চুন্নু সর্দারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। এর জের ধরে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ১৫ জন আহত হয়। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক চুন্নু সর্দারের সমর্থক আসাদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে মামলা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর