thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

প্রধান বিচারপতির বাসায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০১৭ অক্টোবর ০৬ ১৭:০৮:০৮
প্রধান বিচারপতির বাসায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পর এবার ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

শুক্রবার (৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে তিনি কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে উপস্থিত হন। জানা গেছে, সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতির বাসায় গিয়ে দেখা করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কয়েকজন কর্মকর্তাও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রধান বিচারপতির সঙ্গে বাসভবনে গিয়ে দেখা করে এসেছেন।

রেজিস্ট্রার কার্যালয় ও প্রধান বিচারপতির কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এ দুজন ছাড়াও আরও কয়েকজন পৃথক পৃথক সময়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

গত অগাস্টে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনার মুখে রয়েছেন বিচারপতি সিনহা। ওই রায়ে সংসদ, গণতন্ত্র ও বঙ্গবন্ধুকে খাটো করা হয়েছে দাবি করে বিচারপতি সিনহাকে অপসারণের দাবিতে সর্বোচ্চ আদালতের অবকাশ শেষে আন্দোলনের ঘোষণা ছিল আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের।

এমন পরিস্থিতির মধ্যেই অসুস্থতার কারণে ২ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে গিয়েছেন প্রধান বিচারপতি।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জোরপূর্বক প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেছেন, প্রধান বিচারপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

তবে এ দাবি নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। প্রধান বিচারপতির ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানোর চিঠিও তিনি গণমাধ্যম কর্মীদের দেখিয়েছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর