thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, গণসংবর্ধনার আয়োজন

২০১৭ অক্টোবর ০৭ ০৮:৫৩:২১
সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, গণসংবর্ধনার আয়োজন

দ্য রিপোর্ট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে শনিবার (৭ অক্টোবর) দেশের ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, আওয়ামী যুবলীগ উত্তর-দক্ষিণ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছা সেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ১৪দলসহ বিভিন্ন সংগঠন পৃথক বৈঠক করেছে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়ার জন্য।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৃটেনের রাজধানী থেকে টেলিফোনে বাসস’কে জানান, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিট) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বিমানটি শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের কথা রয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীকে গণ সংবর্ধনা দিবে।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কর্মীরা এবং সহযোগি সংগঠনগুলোর নেতা কর্মীরা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে অভিনন্দন জানাবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মী,দলের ঢাকা উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগি সংগঠনসহ সর্বস্তরের জনগণকে আগামীকাল সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ অবস্থান নিয়ে সংবর্ধনাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে শেখ হাসিনা দেশের পথে সোমবার লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছেন ।

সাধারণ পরিষদের অধিবেশন যোগদান শেষে ২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে যান।

ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর লন্ডন হয়ে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচারের কারণে তার দেশে ফেরা বিলম্ব হয়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর