thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

২০১৭ অক্টোবর ০৭ ১২:১৫:১৯
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সুপারিপাড়া এলাকায় মোহাম্মদ ইমন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ অক্টোবর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার আবদুল হাকিমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১০-১৫ জন যুবক এসে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে ইমন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নাহিন বলেন, আমার এক চাচাতো ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে দেখে ভোরে বাড়িতে ফিরছিল ইমন। বাড়ির সামনে আসলে ১০ থেকে ১৫ জন যুবক এসে তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে।

ঘাতক যুবকদের কয়েকজনকে তিনি চেনেন বলে জানালেও কী কারণে তার ভাইকে খুন করা হয়েছে তা তিনি বলতে পারেননি।

এ ব্যাপারে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, শনিবার ভোরে ওই যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর