thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আইনজীবী সমিতির দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

২০১৭ অক্টোবর ০৭ ১৩:০৪:৪৭
আইনজীবী সমিতির দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশের বার কাউন্সিলে আইনজীবী সমিতিতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

শনিবার (৭ অক্টোবর) আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিচার ও বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করা জন্য দেশব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

জয়নুল আবেদীন আরও বলেন, বিচার বিভাগের প্রধান কর্তাব্যক্তি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা নিজেই স্বাধীন নয়, পরাধীন। সরকার তাকে বলপ্রয়োগ করে ছুটিতে পাঠিয়ে দিয়েছে। যা বিচার বিভাগর সঙ্গে সরকারের প্রতারণা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর