thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

২০১৭ অক্টোবর ০৮ ০৯:৩৮:৫৬
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু তালহা নামে বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন।

রবিবার (৮ অক্টোর) সকাল সোয়া আটটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, আবু তালহা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুমিল্লার বড়ুরার দেওড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ওয়ারী থানাধীন ১২/২ কেএম দাস লেন টিকাটুলিতে পরিবারের সঙ্গে থাকতেন।

আরও জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসার সামনে থেকে রিকশায় করে যাত্রাবাড়ী যাচ্ছিলেন ওই ছাত্র। বাসার অদূরে বেস্ট স্টুডিও মোড়ে হুমায়ুনের বাড়ির উত্তরপাশে পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী ওই ছাত্রকে ডান উরু, হাত ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারিরা উদ্ধার করে বাসায় খবর দিলে ওই ছাত্রের বাবা ও মামা এসে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সকাল সোয়া আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর