thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুষ্টিয়ায় নিখোঁজ প্রবাসী যুবকের লাশ উদ্ধার, আটক ২

২০১৭ অক্টোবর ০৮ ১২:২৭:১৫
কুষ্টিয়ায় নিখোঁজ প্রবাসী যুবকের লাশ উদ্ধার, আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি : নিখোঁজের তিনদিন পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁধবাজারস্থ্য কালীগঙ্গা নদী থেকে রাকিবুল ইসলাম (৩২) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৮ অক্টোবর) ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কুমারখালীর চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে রাকিবুল (৩২) গত দুমাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় সে পাশের গ্রাম কাঞ্চনপুর তার শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়িতে যাবার পর রাত ১০ টার দিকে রাকিবুল ফোন করে জানায় সে বাড়িতে আসবে। কিন্তু সে বাড়ি ফেরেনি। কিছু সময় পরই তার মোবাইল বন্ধ হয়ে যায়। এর পর তার কোন সন্ধান পাওয়া যায়নি।

শশুর বাড়ির লোকজন জানান, রাকিবুল বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিল।

এদিকে, রবিবার ভোরে স্থানীয়রা কালীগঙ্গানদীর মধ্যে একটি লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়। রাকিবুলের পরিবারের লোকজন এসে তার পরিচয় নিশ্চিত করে।

এ ঘটনায় পুলিশ চাপড়া ইউনিয়ন পরিষদের প্যানেল মেম্বার শ্যামপুরগ্রামের ইব্রাহিম শাহ’র ছেলে মনোয়ার হোসেন লালন ও সোহেল নামের দুইজনকে আটক করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর