thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

২০১৭ অক্টোবর ০৯ ১০:১১:৫৭
কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েচেন।

সোমবার (৯ অক্টোবর) ভোরে দৌলতপুর উপজেলার মথুরাপুর বাজারের পাশে থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বুলবুল হোসেনসহ ৭/৮ জন ভারত থেকে মদসহ বিভিন্ন চোরাই মালামাল নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করেন।
এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে বুলবুল হোসেন কোমরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহযোগীরা উদ্ধার করে তাকে বাংলাদেশে এনে দৌলতপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু হয়।
সোমবার সকালে খবর পেয়ে পুলিশ বুলবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

৪৭ বিজিবি অধিনস্থ জামালপুর ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, জামালপুর সীমান্তের ১৫২/১৩ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খন্ডের ২’শ গজ অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে বুলবুল হোসেন নামে বাংলাদেশী এক চোরাকারবারী গুলিবিদ্ধ হওয়া খবর শুনেছি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, গুলিবিদ্ধ বুলবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। বিএসএফ এর গুলিতে বুলবুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর