thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪১ হাজার

২০১৭ অক্টোবর ০৯ ১৯:৪৪:৪০
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪১ হাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর এমবিবিএস ও বিডিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় এই ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম ৪০ নম্বর পেয়েছেন মোট ৪১ হাজার ১৩২ জন ছাত্রছাত্রী। তারা সরকারি ও বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এবারের ভর্তি পরীক্ষায় ৯০–এর বেশি নম্বর পেয়েছেন দুজন শিক্ষার্থী। তাদের নম্বর ৯০.০৫।

মেধাতালিকায় সর্বশেষ নম্বর ৭০ দশমিক ৫।

দেশের ৩১টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৩ হাজার ৩১৮টি। ১৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই কলেজগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। এরপর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে। দেশের ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজের মোট আসন ৬ হাজার ২২৫টি।

গত শুক্রবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮২ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এবারই প্রথম দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা যাবে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর