thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

সচিবরা বাবুর্চি ও গার্ডের পরিবর্ত ভাতা পাবেন

২০১৭ অক্টোবর ১০ ১১:৪৯:৪৫
সচিবরা বাবুর্চি ও গার্ডের পরিবর্ত ভাতা পাবেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : মন্ত্রিপরিষদ সচিবসহ সকল সচিব ও সচিব পদমর্যাদার চাকরিজীবীদের বাসভবনের জন্য সৃষ্ট বাবুর্চি ও নিরাপত্তা প্রহরীর (গার্ড) পদ বিলুপ্ত করে এ দুটি খাতে ৩২ হাজার টাকা করে ভাতা দেবে সরকার।

রবিবার সচিবদের বাসভবনের জন্য সৃষ্ট ৭৩টি বাবুর্চি ও ৭৩টি নিরাপত্তা প্রহরীর পদ বিলুপ্ত করে একটি পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তা সোমবার প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব ছাড়াও পিআরএল ভোগরত এবং ওএসডি ও চুক্তিতে থাকা সচিবরা এতদিন নিজেদের বাসভবনের জন্য একজন করে বাবুর্চি ও নিরাপত্ত প্রহরী পেয়ে আসছিলেন।

পরিপত্রে বলা হয়েছে, সচিবরা এখন থেকে বাবুর্চির পরিবর্তে ১৬ হাজার টাকা ‘কুক অ্যালাউন্স’ এবং নিরাপত্তা প্রহরীর পরিবর্তে আরও ১৬ হাজার টাকা ‘সিরিউরিটি অ্যালাউন্স’ পাবেন।

সচিবদের জন্য সরকারের নতুন এই সিদ্ধান্ত গত ১ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে।

সরকারের জ্যেষ্ঠ সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবরা যে দপ্তরেই থাকুক না কেন সবাই এই সুবিধা পাবেন বলে পরিপত্রে বলা হয়েছে।

জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদমর্যাদার ৭৯ জন কর্মরত আছেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর