thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সোনার বিস্কুটসহ কলেজ ছাত্র আটক

২০১৭ অক্টোবর ১০ ২৩:০৯:৫০
সোনার বিস্কুটসহ কলেজ ছাত্র আটক

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে বেনাপোল পুটখালি সীমান্ত থেকে ১০ পিস সোনার বিস্কুটসহ রিপন হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।

আটক রিপন হোসেন যশোর জেলার সদর থানার ডুমরিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।সে বেনাপোল ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।পুটখালি উওরপাড়া গ্রামের দুলাভাই রাশেদুল ইসলামের বাড়িতে থেকে লেখাপড়া করতো। সে দীর্ঘদিন ধরে সোনা পাচারের সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. তারিকুল হাকিম জানিয়েছেন, পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পাচারের আগেই ঐ এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১০ পিস সোনার বিস্কুট জব্দ করা হয়।

আটক সোনার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন।

রিপনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর