thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে, আশায় আছেন মেসি

২০১৭ অক্টোবর ১১ ২০:৪৮:৩২
আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে, আশায় আছেন মেসি

দ্য রিপোর্ট ডেস্ক : দুর্দান্ত এক হ্যাটট্রিকে আর্জেন্টিনায় আনন্দ বন্যা বইয়ে দিয়েছেন, তার ওই হ্যাটট্রিকের সুবাদে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। চারিদিকে তাই লিওনেল মেসির বন্দনা। হবেই বা না কেন? ইকুয়েডরের মাঠে মেসির এই হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপ থেকে যে বাদ পড়ার হাত থেকে বেঁচেছে আর্জেন্টাইনরা।

তবে ঐতিহাসিক এই পারফরম্যান্সের পরও পা মাটিতেই রেখেছেন মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপে পৌঁছে দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার এই জাদুকর ফুটবলার। বর্তমান বিশ্বের সেরা ফুটবলারটি আশা করছেন রাশিয়ায় তার দেশ আর্জেন্টিনার এবার বিশ্বকাপ জিততে পারবে।

বুধবার কিটোয় স্বাগতিক ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘এখানে খেলা নিয়ে সবাই একটু চিন্তিত ছিল। সৌভাগ্যজনকভাবে আমরা ভালো খেলেছি, লক্ষ্যটা পূরণ হয়েছে। সে জন্য ঈশ্বরকে ধন্যবাদ, আমরা লক্ষ্য পূরণ করেছি।’

তিনি আরো বলেছেন, ‘বিশ্বকাপে না থাকাটা হতো ভয়ংকর কিছু একটা। এই দলটা বিশ্বকাপে খেলার যোগ্যতা রাখে। আমরা কিছুদিনের জন্য সংবাদমাধ্যম, কিংবা কথাটথা বলা এড়িয়ে চলেছি। এতে উপকারই হয়েছে। আমরা (দল) যদি হাতে হাত রেখে পথ চলি, তাহলে সবকিছু সহজ হয়ে উঠবে।’

গত তিন বছরে তিনটি বড় টুর্নামেন্টের (বিশ্বকাপ ফুটবল ও কোপা আমেরিকা) ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কিন্তু একটা শিরোপা জেতা হয়নি মেসিদের। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জেতা মেসি নিজ দেশ আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে একটা শিরোপা জেতার জন্য তীর্থের কাকের মতোই অপেক্ষায় রয়েছেন। তাই তো মেসি বলেছেন, ‘গত বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকায় যা ঘটেছে, তা ঠিক হয়নি। আমরা এবার বিশ্বকাপে খেলার সুযোগ পেতেও ভুগেছি। আশা করছি, এবার তা (বিশ্বকাপ) জিততে পারব। আজকের দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপ বাছাই পর্বে নিজ দলের পারফরম্যান্স যে মোটেও আশাপ্রদ নয়, সেই বাস্তবতাও ভুলেন নি মেসি। তিনি বলেছেন, ‘আজকের (এ ম্যাচের পর) পর থেকে জাতীয় দলটা হবে অন্য রকম, এটা আরও বেড়ে উঠবে। জাতীয় দলের সঙ্গে থাকলে সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, সেটা নিজের জন্য এবং দেশের জন্য।’

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর