thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাবেন ২৩ অক্টোবর

২০১৭ অক্টোবর ১২ ১৯:৩৭:৪৪
স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাবেন ২৩ অক্টোবর

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি মাসের ২৩ তারিখে মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা এগিয়ে নিতে এই সফর করবেন তিনি।

সফরে মন্ত্রীর সঙ্গে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশ প্রধান, বিজিবি প্রধান, কোস্টগার্ড প্রধান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের মন্ত্রী বলেছেন, ‘আগামী ২৩ অক্টোবর মিয়ানমার সফরে যাবো, ফিরবো ২৫ অক্টোবর। মিয়ানমার সফরে রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে আলোচনা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের মূল এজেন্ডা হবে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানো এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে- সে বিষয়ে আলোচনা করা।’

মিয়ানমান সফরে গিয়ে রাখাইন রাজ্য পরিদর্শনে যাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও মিয়ানমার সরকারের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হবে কি না তা নিশ্চিত নয়।

এ বিষয়ে মন্ত্রী বলেছেন, ‘সেখানে যাওয়ার পর রাখাইন রাজ্য পরিদর্শন করতে অনুমতি চাইবো। অনুমতি পাওয়া গেলে রাখাইন রাজ্য পরিদর্শন করবো।’

সেনা ক্যাম্পে হামলার জের ধরে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন ‍শুরু করে। প্রাণভয়ে গত ২৫ আগস্ট থেকে কয়েক লাখ রোহিঙ্গা মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর