thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

বিশ্ব মান দিবস আজ

আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

২০১৭ অক্টোবর ১৪ ০৯:৪১:৫৮
আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক : ৪৮তম বিশ্ব মান দিবস শনিবার (১৪ অক্টোবর)। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ‘নান্দনিক নগরায়নে মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হচ্ছে।

উন্নত-সমৃদ্ধ দেশে উন্নীত করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক মান’ অনুসরণ অপরিহার্য। জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআইকে আরও দক্ষ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। খবর- বাসসের।

জাতীয় মানসংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসসমূহে আলোচনা সভার আয়োজন করেছে। বাংলাদেশ টেলিভিশন বেতার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়া, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লাগানো হয়েছে।

মান দিবসের বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে উন্নীত করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক মান’ অনুসরণ অপরিহার্য। জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই’কে পণ্যের মান প্রণয়ন ও উন্নয়নের মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে দিতে আরও দক্ষ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ‘আর্থ-সামাজিক নানা কারণে মানুষ আজ শহরমুখী হচ্ছে। ফলে নগরায়ণ ও শিল্পায়ন সম্প্রসারিত হচ্ছে। সুন্দর নগরায়ণের জন্য প্রয়োজন যুৎসই পরিকল্পনার পাশাপাশি নাগরিক সুবিধা ও নির্মাণ মান নিশ্চিত করা। একটি সুপরিকল্পিত নগর গড়তে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রয়াসই এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ বছরের মান দিবস উদযাপন সে লক্ষ্য পূরণে কাজ করবে বলেই বিশ্বাস করি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, ‘বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও উন্নত সেবার সেবার বিকল্প নেই। মানসম্পন্ন পণ্য কিংবা সেবা প্রচারের শীর্ষে পৌঁছে যায়। এরফলে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে মানসম্পন্ন পণ্য প্রতিষ্ঠা করে নেয় একচ্ছত্র চাহিদা।’

‘নান্দনিক নগরায়ণে মান’এই প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কোনও পণ্য উৎপাদনের ক্ষেত্রে দেশীয় পদ্ধতি ও উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান অক্ষুণ্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করতেন। জাতির জনকের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৪ সালে তৎকালীন মান সংস্থা বিডিএসআই আইএসও’র সদস্যপদ লাভ করে। আমি আশা করি, দেশের জনগণের জীবনমান উন্নয়নে মানসম্পন্ন সেবা সবার কাছে পৌঁছে দিতে বিএসটিআই, পণ্য ও সেবা দানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাই যথাযথ ভূমিকা পালন করবেন।’

দিবসটি উপলক্ষে আগামী ১৯ অক্টোবর, বৃহস্পতিবার তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ ও এফবিসিসিআই’র সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই’র মহাপরিচালক মো. সাইফুল হাসিব।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর