thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সোনা চোরাচালানের সময় বিমান কর্মীসহ আটক ২

২০১৭ অক্টোবর ১৪ ১২:৪৫:৫৭
সোনা চোরাচালানের সময় বিমান কর্মীসহ আটক ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের এক গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার (১৪ অক্টোবর) ভোরে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ভোর সাড়ে ৪টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাজী কামরুল ইসলাম নামে এক যাত্রী ঢাকায় আসেন।

কামরুল বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় তার সঙ্গে থাকা এক কেজি ২০০ গ্রাম সোনা ওই বিমানকর্মীর কাছে হস্তান্তর করেন। এ সময় আগে অবস্থান নেওয়া শুল্ক গোয়েন্দার দল দুজনকেই হাতেনাতে ধরে ফেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারের নাম জানানো হয়নি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর