thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

খালেদা ফিরছেন বুধবার 

২০১৭ অক্টোবর ১৪ ২৩:৪৪:২০
খালেদা ফিরছেন বুধবার 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার দেশে ফিরছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাজ্য থেকে আমিরাটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। বুধবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা পৌঁছাবেন তাদের নেত্রী।

চোখও পায়ের চিকিৎসার জন্য গত ১৫ জুলাই যুক্তরাজ্য যান খালেদা জিয়া। লন্ডনে বড় ছেলে তারেকরহমানের বাসায় রয়েছেন তিনি। এবার প্রায় তিন মাস পেরিয়ে গেছে। এর আগে ২০১৫ সালে যুক্তরাজ্যে গিয়ে দুই মাস ছিলেন খালেদা জিয়া।
এর মধ্যে তিনটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা হয়। এর পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ বিএনপির।

যুক্তরাজ্যে তারেকের স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও আছেন।

গত৮ অগাস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে খালেদার এক চোখে অস্ত্রোপচার হয়।

বিএনপি চেয়ারপারসনের সফরের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন তোলার পাশাপাশি তার দেশে ফেরা নিয়েও সন্দেহ প্রকাশকরে আসছিলেন আওয়ামী লীগের নেতারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর