thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

বিএনপির সংলাপে পুরো জাতি তাকিয়ে আছে : সিইসি

২০১৭ অক্টোবর ১৫ ১৪:১৯:৪৯
বিএনপির সংলাপে পুরো জাতি তাকিয়ে আছে : সিইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপে বসেছে বিএনপি। আর এ সংলাপের দিকে পুরো জাতি তাকিয়ে আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সকাল ১১টায় বিএনপির সঙ্গে সংলাপের শুরুতে সভাপতির বক্তব্যে সিইসি এ কথা বলেন।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

সিইসি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। খালেদা জিয়া প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। দলটির বেশ কয়েকবার দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। ক্ষমতায় থাকাকালে দলটি অনেক ভালো ভালো কাজ করেছে।

স্বাগত বক্তব্যে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, বিএনপি সংলাপে লিখিত ১৩ পৃষ্ঠার ২০ দফা প্রস্তাবনা উত্থাপন করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর