thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

রিয়াদে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশীসহ নিহত ১০

২০১৭ অক্টোবর ১৫ ২৩:২৩:০৭
রিয়াদে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশীসহ নিহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে অগ্নিকাণ্ডে দু’জন বাংলাদেশীসহ ১০ জন নিহত হয়েছেন।

রোববার রাতে একটি আসবাবপত্রের কারখানায় এইঅগ্নিকাণ্ড ঘটে বলে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছেন।

নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিয়াদে বাংলাদেশদূতাবাসেরলেবার কাউন্সেলর সরোয়ার আলম। তারাহলেন শরীয়তপুরের নড়িয়া থানার তমিজ উদ্দিন সরদারের ছেলে শহিদ সরদার (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার নজির দিঘী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ (৩২)।

সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ তাদের টুইটার একাউন্টে এই অগ্নিকাণ্ডে ১০ জন নিহত এবং আরও তিনজন আহত হওয়ার কথা জানানো হয়।

রিয়াদের সিফা সানাইয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয়রা জানায়।

এ রিপোর্ট লেখা পযন্ত অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহত অন্যদের পরিচয় জানা যায়নি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর