thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সিইসির মুখে জিয়ার প্রশংসা, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

২০১৭ অক্টোবর ১৬ ০০:২৯:০৭

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বিএনপি’র সঙ্গে রোববার (১৫ অক্টোবর) সংলাপে বসে নির্বাচন কমিশন। সংলাপের শুরুতেই দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূয়সী প্রশংসা করেনপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কেএম নূরুল হুদা।

কেএম নূরুল হুদা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩৯ বছর পূর্বে ১৯৭৭ সালে অত্যন্ত দৃঢতার সাথে বিএনপি গঠন করেন। সে দলে ডান, বাম, মধ্যপন্থি সব মতাদর্শের অনেক রাজনৈতিক ব্যক্তিকে একত্র করেন। তার মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা লাভ করে।’

এদিকে সিইসির মুখে জিয়ার প্রশংসা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিএনপিকে নির্বাচনে অংশ গ্রহণে আগ্রহী করে তুলতে নূরুল হুদা এরকম বক্তব্য দিতে পারেন বলে মন্তব্য করেছেন কোনো কোনো বিশ্লেষক। আবার অনেকে মনে করছেন সত্যি সত্যি একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান নতুন সিইসি। সে ক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগেরও সায় থাকতে পারে।

ইসির সভাকক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতারা রবিবার বেলা পৌনে এগারোটার দিকে আসন গ্রহণ করেন। এরপর ১১টা বাজার কিছুক্ষণ আগে সিইসি কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনাররা ও ইসির ভারপ্রাপ্ত সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত হন।

এ সময় সকলের সঙ্গে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন নূরুল হুদা। তারপর শুরু করেন সূচনা বক্তব্য। এ সময় তিনি বিএনপি সরকারের আমলের নানা উন্নয়ন কর্মকাণ্ডসহ দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও প্রশংসা করেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ৩০ নভেম্বর ২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে। দলের প্রতীক ধানের শীষ। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আপনারা যথাসময়ে, যথানিয়মে নীরিক্ষা প্রতিবেদন জমা দিয়েছেন।’

‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩৯ বছর পূর্বে অত্যন্ত দৃঢ়তার সাথে ’৭৭ সালে বিএনপি গঠন করেন। সে দলে ডান, বাম, মধ্যপন্থি সব মতাদর্শের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গকে একত্র করেন। তার মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা লাভ করে।’

তিনি বলেন, ‘১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে সব দল অংশগ্রহণ করে। সে নির্বাচনে বিএনপি ২০৭টি আসনে জয় লাভ করে এবং তিনি সরকার গঠন করেন। ব্যক্তি হিসেবে এবং দলনেতা হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি নয় বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে যায়। ১৯৯১ সালে সংসদীয় নির্বাচনে জয়লাভ করে চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সরকার গঠন করে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর