thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

সাংবাদিক এজাজুল হক মুকুলের পিতার ইন্তেকাল

২০১৭ অক্টোবর ১৬ ০৯:৩২:৩৬
সাংবাদিক এজাজুল হক মুকুলের পিতার ইন্তেকাল

দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার এজাজুল হক মুকুলের পিতা এ এইচ হেমায়েত উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি গত ২৩ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোক করে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

রবিবার বাদ আসর বাগেরহাটের সদর উপজেলার টেমা গ্রামে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

সংগঠনের স্থায়ী সদস্য এজাজুল হক মুকুলের পিতা এ এইচ হেমায়েত উদ্দিনের মৃত্যুতে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর