thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৫ রমজান 1446

ইউসুফের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ রবিবার

২০১৩ নভেম্বর ০৭ ২০:০৫:১৩
ইউসুফের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ রবিবার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জামায়াতে ইসলামীর নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে। এছাড়া পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্যরবিবার দিন ধার্য করেছেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

ইউসুফের বিরুদ্ধে প্রসিকিউশনের তৃতীয় সাক্ষী একেএম সামসুল আলম জাহাঙ্গীরের অসমাপ্ত জেরা সম্পন্ন করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।

সাক্ষী সামসুল আলম জাহাঙ্গীর বুধবার তার জবানবন্দি পেশ করেন। এর আগে এ মামলায় প্রসিকিউশনের দুই সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

(দিরিপোর্ট২৪/এআইপি/এনডিএস/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর