thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ নিহত ২

২০১৭ অক্টোবর ১৮ ১০:১৯:৪৭
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মহাখালী ও বনানী এলাকায় রেললাইন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ একজন অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ দুইজনের লাশ উদ্ধর করে মর্গে পাঠিয়েছে।

নিহত রাহিমা আক্তারসহ (২৫) পিপলস বিশ্ববিদ্যালয়ের বিবিএ-এর শিক্ষার্থী ছিলেন। মুন্সিগঞ্জের গজারিয়ার আবদুল বাসেত শিকদারেরর মেয়ে রাহিমা।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুমদার জানান, রাত পৌনে ৯টার দিকে মহাখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সে রাত ৯টার দিকে কমলাপুরগামী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোবাইল ফোনের কললিস্টের মাধ্যমে বাবা আবদুল বাসেত শিকদারকে খবর দিলে তিনি এসে মরদেহ শনাক্ত করেছেন।

এদিকে ওই ঘটনার কিছু সময় পর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর