thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নিখোঁজের দু’দিন পর সেফটিক ট্যাঙ্কে শিশুর লাশ

২০১৭ অক্টোবর ১৮ ১৯:৫০:৪৩
নিখোঁজের দু’দিন পর সেফটিক ট্যাঙ্কে শিশুর লাশ

কুষ্টিয়া প্রতিনিধি : নিখোঁজ হওয়ার দুই দিন পর নিজ বাড়ির টয়লেটের সেফটিক ট্যাঙ্কে পাওয়া গেল ১০ দিন বয়সী এক কন্যা শিশুর লাশ।

কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন হরিণারায়নপুরে ঘটেছে এ ঘটনা।

বুধবার (১৮ অক্টোবর) সকালে হরিনারায়নপুর গ্রামের হিন্দু পাড়ায় লিটন ভট্টচার্যের (শিশুটির পিতা) বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে নদী নামের ওই শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত ৯ অক্টোবর নদীসহ জমজ মেয়ে বাচ্চার জন্ম দেন লিটন ভট্টচার্যের স্ত্রী।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানিয়েছেন, গত ১৬ অক্টোবর সোমবার নদীর বাবা থানায় শিশু চুরির মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন যে ১৫ অক্টোবর রাতে তার স্ত্রী জমজ দুই মেয়ে বাচ্চা নিয়ে বারান্দায় ঘুমিয়ে ছিল। গভীর রাতে বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে টের পান নদী বিছানায় নেই। পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে বুধবার সকালে লিটন ভট্টচার্যের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়ির ওঠানে টয়লেটের সেফটিক ট্যাঙ্ক থেকে নদীর লাশ উদ্ধার হয়।

জানা গেছে, এই জমজ মেয়ে বাচ্চা দুটি ছাড়াও লিটন ভট্টচার্যের আরো দুটি কন্যা শিশু রয়েছে।

ওসি জানান, ধারণা করা হচ্ছে পরিবারের কেউ নদীকে সেফটিক ট্যাঙ্কে ফেলে দেয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর