thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

রোহিঙ্গা ইস্যু : প্রধানমন্ত্রীর প্রশংসায় মার্কিন সিনেটররা

২০১৭ অক্টোবর ১৯ ১০:৪৩:৫৪
রোহিঙ্গা ইস্যু : প্রধানমন্ত্রীর প্রশংসায় মার্কিন সিনেটররা

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের কয়েকটি দলের ৯ জন প্রভাবশালী সিনেটর ধন্যবাদ জানিয়েছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতরে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও মানবিকতার প্রশংসা করে একটি চিঠি পাঠিয়েছেন তারা।

‘প্রিয় প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা সম্বোধন করে সিনেটররা লিখেছেন, আপনার সরকার রোহিঙ্গাদের আশ্রয়দান ও নিরাপত্তা দিয়েছে, যা চলমান সংকটে আশার আলো স্বরূপ। আপনার মানবিকতা, হৃদ্যতা ও বলিষ্ঠ নেতৃত্বের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এ কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের পাশে থাকতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’

চিঠিতে আরও লিখেছেন, ‘আমরা বিশ্বাস করি, বহুমুখী প্রতিবন্ধকতার পরও শুধু মানবিক দিক বিবেচনা করে সাহায্যের আশায় বিপদগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানোর কারণে বিশ্বের সব রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ এখন রোল মডেলে পরিণত হয়েছে।’

মার্কিন সিনেটররা লিখেছেন, ‘আগে থেকে অবস্থান করা শরণার্থীদের নিয়ে সংকটে থাকার পরেও নতুন শরণার্থীদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। দেশটির জন্য এ চ্যালেঞ্জ কতো গুরুত্বপূর্ণ তা আমরা বুঝি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ধন্যবাদ পত্রটির প্রথমেই স্বাক্ষর করেছেন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির বিশেষ সদস্য সিনেটর বেন কারডিন ও সিনেটর কোরি গার্ডনার। এছাড়াও অন্যান্য সিনেটরদের মধ্যে ডিক ডারবিন, মার্কো রুবিও, জেন শাহিন, জেফ মার্কলি, টিম কাইনি, ক্রিস ক্রুনস এবং কোরি বুকারের স্বাক্ষর আছে চিঠিতে। এদের মধ্যে মার্কো রুবিও গতবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন এবং টিম কাইনি ডেমোক্রেটিক দল থেকে হিলারি ক্লিনটনের রানিংমেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন।

গেলো ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর হামলা শুরুর পর পাঁচ লাখেরও বেশি মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর