thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

মিশরে সংঘর্ষ, ৫০ নিরাপত্তা রক্ষী নিহত

২০১৭ অক্টোবর ২১ ১২:২৩:২২
মিশরে সংঘর্ষ, ৫০ নিরাপত্তা রক্ষী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের পশ্চিমাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৫০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২১ অক্টোবর) মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে বাহারিয়া মরূদ্যানের কাছে জঙ্গিদের একটি আস্তানায় অভিযান চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলার শিকার হন।

হাসম নামের একটি জঙ্গিগোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

সংঘর্ষে হাসমের ১৫ জন জঙ্গি নিহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিল।

পশ্চিমাঞ্চলে মরুভূমি এলাকায়, জঙ্গিদের একটি গোপন আস্তানার খবর পেয়ে অভিযানে যায় নিরাপত্তা বাহিনীর ওই দলটি। তারা কাছাকাছি যাওয়ার পরপরই জঙ্গিরা তাদের গাড়িবহর লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় এবং রকেট চালিত গ্রেনেড নিয়ে হামলা চালায়।

বর্তমানে একটি ইসলামপন্থি গ্রুপের বিদ্রোহের মোকাবিলা করছে দেশটি। সাম্প্রতিক সময়ে মিশরে যেসব জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়েছে হাসম তাদের অন্যতম।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর