thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

গুগল ম্যাপে রাস্তা পাশাপাশি দেখা যাবে সৌরজগৎ

২০১৭ অক্টোবর ২১ ১৩:৩০:৩৯
গুগল ম্যাপে রাস্তা পাশাপাশি দেখা যাবে সৌরজগৎ

দ্য রিপোর্ট ডেস্ক : গুগল ম্যাপে এবার থেকে দেখতে পাওয়া যাবে সৌরজগতের নানা গ্রহ, নক্ষত্র, চন্দ্র। অবাক হওয়ার মতোই ব্যাপার।

এখন শুধুমাত্র রাস্তাই নয়, গুগল ম্যাপে এবার ধরা পড়বে পৃথিবীর বাইরের ছবিও। খবর- এবেলা.ইন।

এতদিন শুধু পৃথিবীর নানা জায়গা ও সেখানে পৌঁছনোর রাস্তা দেখিয়েই ক্ষান্ত হতো গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি। এবারে তার সঙ্গে যুক্ত হল আরও একটি ফিচার।

গুগল ম্যাপে এবার থেকে দেখতে পাওয়া যাবে সৌর জগতের নানা গ্রহ, নক্ষত্র, চন্দ্র। অবাক হওয়ার মতোই ব্যাপার। শনি গ্রহের নিজস্ব চন্দ্র যেমন এনকেলেডাস, টাইটান ও মিমাসকেও দেখা যাবে বলে দাবি করেছেন গুগলের প্রডাক্ট ম্যানেজার, স্ট্যাফোর্ড মারকার্ড। একটি ব্লগপোস্টে তিনি লিখেছেন, নিজের ঘরে বসেই মানুষ দেখতে পাবেন এনকেলেডাসের বরফে ঢাকা উপত্যকা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কুড়ি বছর আগে কেপ ক্যানাভেরল থেকে ক্যালিনি নামে যে মহাকাশযান লঞ্চ করা হয়েছিল, তার মূল কাজ ছিল শনি গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তার চন্দ্রেরও। বৈজ্ঞানিকদের হাতে এসে পৌঁছয় প্রায় ৫ লাখ ছবি।

এই গ্রহগুলি ও তাদের চাঁদের খুব কাছাকাছি এবার নিয়ে যাবে গুগল।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর