thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সোমবার

২০১৭ অক্টোবর ২২ ১৩:২৩:১৩
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সোমবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে আটটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ‘আগামীকাল সোমবার রাত সাড়ে আটটায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।’

জানা গেছে, নির্বাচন কমিশনের সঙ্গে শেষ হওয়া সংলাপ ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।

চিকিৎসার জন্য প্রায় তিন মাস লন্ডনে অবস্থান শেষে গত বুধবার দেশে আসেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওইদিন বিমানবন্দরে তাকে ব্যাপক সংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর