thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সৈয়দ আশরাফের স্ত্রী শীলা ইসলামের ইন্তেকাল

২০১৭ অক্টোবর ২৩ ১২:২৪:৩২
সৈয়দ আশরাফের স্ত্রী শীলা ইসলামের ইন্তেকাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলাম আর নেই (ইন্নানিল্লাহি...রাজিউন)।

সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে (স্থানীয় সময় রবিবার রাত ৩টার) লন্ডনের ইউসিএলএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সৈয়দ আশরাফের মামাতো ভাই মইনুজ্জামান অপু এ কথা জানিয়েছেন। মৃত্যুকালে শীলা ইসলামের বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি তার স্বমী সৈয়দ আশরাফ ও কন্যা রীমা আশরাফসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শীলা ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। এর আগে, গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে কেমো থেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তার। পরে সেখান থেকে তাকে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

শীলা ইসলাম লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর