thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খুলনায় ভাড়াটের ছুরিকাঘাতে বাড়িওয়ালা নিহত

২০১৭ অক্টোবর ২৪ ১৪:১১:৫৬
খুলনায় ভাড়াটের ছুরিকাঘাতে বাড়িওয়ালা নিহত

খুলনা ব্যুরো : খুলনা নগরীর মিয়া পাড়ায় ভাড়াটের ছুরিকাঘাতে বাড়িওয়লা শহিদুল ইসলাম ডলার (৪৫) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) মধ্যরাতে ঘরভাড়া চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাবু বিশ্বাস নামে একজন ভাড়াটিয়া ৫/৬ মাস আগে মিয়া পাড়া কুদ্দুস চেয়ারম্যানের ছেলে শহিদুল ইসলাম ডলার ঘর ভাড়া নেয় । কিন্তু গত ৩/৪ মাস থেকেই সে ঘরভাড়া পরিশোধ করছিল না। সোমবার রাতে ভাড়াটিয়া ও বাড়িওয়লার মধ্যে কথা কাটাকাটি হয়। এই সময় ক্ষিপ্ত হয়ে বাবু বিশ্বাস পাশ থাকা ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর থেকে ভাড়াটিয়া বাবু বিশ্বাস পলাতক রয়েছে । খুলনা সদর থানার ওসি জানান ঘাতকে আটকের জন্য তাদের অভিযান চলছে ।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর