thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার

২০১৭ অক্টোবর ২৪ ১৭:৪৬:৫১
নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে মিন্টু চন্দ্র রায় নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পার্বতীপুর পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডি ক্যানেলের বাজার সংলগ্ন গাওচুলকা পুকুর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

ময়না তদন্তের জন্যে মিন্টুর লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত কিশোর মিন্টু চন্দ্র রায় (১৮) পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচোড়া বৈরাগীপাড়া গ্রামের গেরেন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ জানায়, গত রবিবার সকালে মিন্টু চন্দ্র রায় নিখোঁজ হয়। নিখোঁজের ৩দিন পর মঙ্গলবার পুকুরে তার লাশ পাওয়া যায়। নিহতের পিতা গেরেন চন্দ্র রায় এসে লাশ তার ছেলের বলে শনাক্ত করেন। তাকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মঙ্গলবার সকালে পুকুরে মানুষের মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। গত রবিবার সকাল থেকে সে নিখোঁজ হয়।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর