thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

প্রয়াত এম কে আনোয়ারের স্বজনদের পাশে খালেদা

২০১৭ অক্টোবর ২৪ ২৩:৪১:৫৮
প্রয়াত এম কে আনোয়ারের স্বজনদের পাশে খালেদা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সদ্য প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসায় গিয়ে তার স্ত্রী-সন্তানদের সমবেদনা জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় মারা যান এম কে আনোয়ার।

মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এম কে আনোয়ারের ওই বাসায় যান খালেদা জিয়া। তিনি এম কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ার ও ছেলের সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়া বাসা থেকে বেরিয়ে যান।

সেখান থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘বেগম জিয়া শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং বলেন তার (এম কে আনোয়ার) মৃত্যুতে দেশ এবং দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি আন্দোলনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করতেন। তাকে হারিয়ে বিএনপি একজন গুণী রাজনীতিবিদকে হারিয়েছে।’

চাকরিজীবন থেকে অবসর নিয়ে বিগত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে এম কে আনোয়ার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

এরপর বিভিন্ন সময়ে নিজ এলাকা কুমিল্লার হোমনা থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দু’বার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দুই বছর ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

১৯৩৩ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন এম কে আনোয়ার। তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর