thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

তারেকের বিরুদ্ধে পরোয়ানা : ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০১৭ অক্টোবর ২৪ ২৩:৫৬:০০
তারেকের বিরুদ্ধে পরোয়ানা : ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা-কর্মীরা।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা কাঁটাবন মোড় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সহ-সভাপতি নজরুল ইসলাম নাহিদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক শাওন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য শরীফ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মো.আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ মেঘ, সদস্য সোহাগ, আসাদুজ্জামান আসাদ, স্যার এ.এফ রহমান হলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক মারুফ, সদস্য আরিফুল ইসলাম, এস এম হলের যুগ্ম আহ্বায়ক শাওন, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস, সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার, সদস্য সাব্বির। ছাত্রদল কর্মী সাজ্জাদ হোসেন সুজন, আদিল শিকদার আদি, সাব্বির হোসেন, সজীব, ইয়াসিন আরাফাত বাবু, শাকিল আহমেদ, দেলোয়ার হোসেন, মশিউর রহমান, তামজীদ, ইমরান, রাসেল, শামীম, আজহার, নুহাশ প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে নজরুল ইসলাম নাহিদ বলেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, পরিচ্ছন্ন রাজনীতির রূপকার জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা পরোয়ানা আমরা মানি না। এই পরোয়ানা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখান করেছে।।’

তিনি আরো বলেন, ‘অবিলম্বে জনাব তারেক রহমানের নামে মিথ্যা পরোয়ানা প্রত্যাহার না করা হলে সারাদেশে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনের অনলে হাসিনার গদি পুড়ে ছাড়খাড় হয়ে যাবে।’

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর