thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

মেসি-সুয়ারেজ ছাড়াই বার্সার জয়

২০১৭ অক্টোবর ২৫ ০৯:১৮:৫৮
মেসি-সুয়ারেজ ছাড়াই বার্সার জয়

দ্য রিপোর্ট ডেস্ক : রিয়াল মুর্সিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে মেসি-সুয়ারেজবিহীন বার্সেলোনা। কোপা দেলরের শেষ ষোলোতে এক পা দিয়ে রাখল দলটি। মঙ্গলবার রাতে বার্সেলোনার এ জয়ে প্রথম লিগ দাপটের সঙ্গে শেষ করেছে স্প্যানিশ জায়ান্টরা।

তৃতীয় সারির দল রিয়াল মুর্সিয়ার বিপক্ষে খর্ব শক্তির দল নিয়ে মাঠে নামে বার্সেলোনা। তাতেও জয় পেতে সমস্যা হয়নি কাতালানদের। বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় জোসে আর্নাইজের। অভিষেকেই দ্যুতি ছড়িয়ে গোল পেয়েছেন তরুণ ফুটবলার। ২২ বছর বয়সি এ জোসে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এর আগে পাকো আলকাসের ও জেরার্দ দেউলোফেউ নুভিয়া কনডোমিনায় বার্সেলোনাকে এগিয়ে দেন। সব মিলিয়ে সেরা ৩২ এর লড়াইয়ে প্রথম লেগে রিয়াল মুর্সিয়াকে দাঁড়াতে দেয়নি বার্সেলোনা।

লিওনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ, পলিনহোকে ছাড়া দল সাজায় বার্সেলোনা বস আরনেস্তো ভালভার্দে। প্রথম অর্ধে মুর্সিয়া ভয় দেখালেও বার্সেলোনার কৌশলের কাছে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকায় মুর্সিয়া শেষ ৪৫ মিনিটে হজম করে দুই গোল। গোল দুটি আসে ৫২ ও ৫৬ মিনিটে। অভিষিক্ত জোসে আর্নাইজ ৫৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান।

আগামী ২৯ নভেম্বর ক্যাম্প ন্যুয়ে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর