thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শাহজালালে জরুরি অবতরণ, রক্ষা পেলেন ৬৬ বিমানযাত্রী

২০১৭ অক্টোবর ২৫ ১২:১০:২৭
শাহজালালে জরুরি অবতরণ, রক্ষা পেলেন ৬৬ বিমানযাত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার সময় রানওয়েতে চাকা খুলে পড়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফলে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ওই ৬৬ জন বিমানযাত্রী।

বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৯৪ রওয়ানা হওয়া ফ্লাইটটি ঢাকায় ১০টা ৪৫ মিনিটে জরুরি অবতরণ করে।

বিমানের মহা ব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। উড়োজাহাজটিতে পাইলটসহ ৭১ জন লোক ছিল।

জানা গেছে, সকাল ৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের ড্যাশ ৮ উড়োজাহাজে ৬৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এরমধ্যে উড়োজাহাজের একটি চাকা খুলে পড়ে যায়। এ কারণে ঢাকায় জরুরি অবরতণ করে উড়োজাহাজটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের সব প্রস্তুতি সম্পন্ন করার পর নিরাপদে বিমানটি অবতরণ করে।

শাকিল মেরাজ জানান, উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর