thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২০ মে 25, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২,  ২২ জিলকদ  1446

ফিটনেস গুরুর তালিকায় নাম লেখাচ্ছেন সানি

২০১৭ অক্টোবর ২৫ ১৪:১৪:০৯
ফিটনেস গুরুর তালিকায় নাম লেখাচ্ছেন সানি

দ্য রিপোর্ট ডেস্ক : বলিউডের আইটেম বম্ব বর্তমানে একজনই রয়েছেন। বর্তমানের ‘আইটেম’ কথাটি একমাত্র তার সাথেই যায়। তবে শোনা যাচ্ছে নিজের নামটা নতুন এক তালিকায় লেখাচ্ছেন।

সুস্বাস্থ্যের ব্যাপারে বেশ সচেতন সানি। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে নিয়মিত কসরত করেন এ অভিনেত্রী। এবার তার সুস্থতার মন্ত্র সবার কাছে ছড়িয়ে দেবেন সানি। শিল্পা শেঠি, বিপাশা বসুর পর ফিটনেস গুরুর তালিকায় নাম লেখাচ্ছেন মাস্তিজাদে অভিনেত্রী।

‘ফিট-স্টপ’ নামের একটি টিভি-শো চালু করতে যাচ্ছেন সানি লিওন। এক ঘণ্টা দৈর্ঘ্যের এ শো প্রচারিত হবে ‘এমটিভি বিটস’ চ্যানেলে। এতে হালকা শারীরিক কসরতের মাধ্যমে সুস্থ থাকার প্রেরণা জোগাবেন এ অভিনেত্রী। সঙ্গে থাকবে নতুন নতুন সব প্রাণবন্ত গান।

এ প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘আমি বিশ্বাস করি শারীরিক কসরতের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা সম্ভব। প্রতিদিন কিছু সময় বের করে সবার শারীরিক কসরত করা উচিৎ। এটি দৈনন্দিন কাজের একটি অংশ হতে পারে। আর মানুষের কাছে এটি আকর্ষণীয় করে তুলতে আমি এমটিভির সঙ্গে ফিট স্টপ শোয়ে যুক্ত হয়েছি। যেখানে আমি সবাইকে দেখাবো কীভাবে এটি করতে হয়। আর সঙ্গে থাকবে সুন্দর সব গান যা তাদের এই সময়টুকু আরো মধুর করে তুলবে।’

তিনি আরো বলেন, ‘প্রতিদিন সকালে প্রাণবন্ত গান ও হালকা শারীরিক কসরত আপনার শক্তিমাত্রা বাড়িয়ে দেবে এবং পুরোদিনে কাজ করতে প্রেরণা জোগাবে। আমি ফিটনেস গুরু হয়ে পর্দায় হাজির হওয়ার ব্যাপারে খুবই উচ্ছ্বসিত।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর