thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

৩৭তম বিসিএস লিখিতের ফল প্রকাশ

২০১৭ অক্টোবর ২৫ ১৭:২০:২৩
৩৭তম বিসিএস লিখিতের ফল প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে। পরীক্ষায়
অংশ নেওয়া মোট ৮ হাজার ৩১ জনের মধ্যে পাশ করেছেন ৫ হাজার ৩৭৯ জন পাশ করেছে।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা লিখিত পরীক্ষার ফলাফল দিলাম। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করব।’

চলতি বছরের ২৩ মে অনুষ্ঠিত হয় ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা। এই আগে প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষায় নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর