thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নতুন করে শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র, বাদ ১১টি দেশ

২০১৭ অক্টোবর ২৫ ১৯:১৩:০৫
নতুন করে শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র, বাদ ১১টি দেশ

দ্য রিপোর্ট ডেস্ক : বন্ধ রাখার ১২০ দিন পর আবারো শরণার্থী নেওয়া শুরু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।তবে ১১টি দেশের শরণার্থী নেবে না দেশটি। এসব দেশগুলোকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’বলে মনে করছে মার্কিনিরা। এসব দেশ থেকে আসা শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা তাই বলবৎ থাকবে।

যুক্তরাষ্ট্রের এই ‘অধিক ঝুঁকিপূর্ণ’ দেশেরগুলোর অধিকাংশই মুসলিম অধ্যুষিত।

খবর এএফপি’র।

নিরাপত্তা প্রক্রিয়া পর্যালোচনা এবং আরো জোরদার স্ক্রিনিং প্রক্রিয়া স্থাপনে কর্মকর্তাদের অনুমতি দেওয়ার পর এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। চলতি বছর জানুয়ারি থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালান এবং গত জুন মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টের দেওয়া এক সিদ্ধান্তের পর এ ক্ষেত্রে চূড়ান্ত অগ্রগতি হয়।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার শরণার্থী বিষয়ক সহকারি পরিচালক জেনিফার হিগিন্স জানিয়েছেন, পর্যবেক্ষণের ফলাফলের অংশ হিসেবে প্রার্থীদের ‘বর্ধিত’স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি এবং যোগসূত্র খতিয়ে দেখা হবে।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমেরিকার জনগণের নিরাপত্তা হচ্ছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

এদিকে ট্রাম্প মঙ্গলবার রাতে শরণার্থী বিষয়ে নতুন করে একটি নির্বাহী আদেশ জারি করেছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর